মুন্সীগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় ঘুরতে গিয়ে পদ্মা নদীর নতুন চরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা নিখোঁজ হয়। মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ দুজন হলো আজাদ হোসেন বাপ্পি (১৪) এবং তামিমের (১৫)। তারা দুজনই দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মাওয়া নৌপুলিশের ইনচার্জ বলেন, ‘দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ সদস্যের একটি টিম পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা একটি ট্রলারে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গিয়ে গোসল করতে নামলে দুই জন নিখোঁজ হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, নিখোঁজের দেড় ঘণ্টা পর বাপ্পির লাশ উদ্ধার করা হয়। আর পৌনে ৫টার দিকে তামিমের লাশ উদ্ধার করা হয়।