মাদারীপুরের কালকিনিতে বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন পথচারী।
বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম মারা যান। তিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ওহাব হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে গৃহবধূ হালিমা বেগম হেঁটে কয়েকজন পথচারীর সঙ্গে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেল এসে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এতে হালিমাসহ তার সঙ্গে থাকা আরও তিনজন পথচারী আহত হন। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হালিমা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, হালিমা বেগমের মোটরসাইকেল ধাক্কায় মৃত্যু হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।