কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ হাজার ৮৮০ জন
করোনার টিকা নিয়েছেন ১ হাজার ৩২৫ জন
মো. মিজানুর রহমান
Published : Thursday, 11 February, 2021 at 8:45 PM
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার পর্যন্ত গত ৫ দিনে জনপ্রতিনিধিসহ ১ হাজার ৩২৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নানা পেশার লোকজন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৮৮০ জন করোনার টিকার প্রথম ডোজ নেয়ার জন্য নিবন্ধন করেছেন বলে কুমিল্লার কাগজকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা পেশার মানুষকে ভিড় করতে দেখা যায়। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিমসহ ৩২৫ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।