সাউন্ড বক্সে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- সুফল মিয়া এবং মো. সজিব।
অভিযানে তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বুধবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, সাউন্ড বক্সে করে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে সাউন্ড বক্সে থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।