ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান
Published : Friday, 12 February, 2021 at 12:00 AM
এমনিতেই ইনজুরিতে আক্রান্ত। অন্যদিকে তার স্ত্রী সন্তান সম্ভবা। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরে যে সাকিব আল হাসান থাকতে পারছেন না, তা জানা ছিল আগে থেকেই। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এ নিয়ে ছুটির আবেদনও করেছেন সাকিব।
শেষ পর্যন্ত সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। অর্থ্যাৎ এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেলো, নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ নিউজিল্যান্ড যাবে ২৪ ফেব্রুয়ারি। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ বৃহস্পতিবার বিকেলে মিডিয়াকে নিশ্চিত করেছেন এ বিষয়টা।
আকরাম খানের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘সাকিবকে আমরা পরের অ্যাসাইনমেন্টে (নিউজিল্যান্ড সফর) পাবো?’ জবাবে আকরাম খান বলেন, ‘না! সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
বছরের শুরুতেই জানা গিয়েছিল, তৃতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপে সিরিজ শুরুর আগেই জানা যায়, নিউজিল্যান্ড সফরে না থাকার সম্ভাবনা বেশি সাকিবের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপে চট্টগ্রাম টেস্ট চলাকালে বাম উরুর ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে খেলতে পারছেন না ঢাকা টেস্ট।
এরই মধ্যে পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি দেন সাকিব। সেই চিঠিরই জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, তারা ছুটি মঞ্জুর করে নিয়েছে। তবে, সাকিবের ইনজুরির চিকিৎসা কিভাবে হবে না হবে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।