ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘অস্তিত্ব সংকটে’ পড়ে যাচ্ছেন সৌম্য
Published : Saturday, 13 February, 2021 at 12:00 AM
হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে তার ক্রিকেটে আগমন ঘটেছিল। ফর্ম হারিয়ে বারবার দল থেকে ছিটকে গেছেন। আবার 'প্রতিভা' বিবেচনায় ফিরেও এসেছেন। হুট করে তিনি আবার মিডিয়াম পেসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সৌম্য সরকার। সাকিব আল হাসানের ইনজুরির কারণে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন টেস্ট দলে। কিন্তু প্রথম সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন শূন্য রানে। শূন্য রানে আউট হওয়া বিরল কোনো ঘটনা নয়; তবে সমস্যা আউট হওয়ার ধরনে।
 শুক্রবার উইন্ডিজের বিপে প্রথম ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছেন, তা রীতিমতো দৃষ্টিকটূ। শ্যানন গ্যাব্রিয়েলের বলটি তিনি ওয়ানডে স্টাইলে মারতে গিয়েছিলেন, পা কিংবা শরীর কোনটাই নড়েনি। ফলাফল হিসেবে বল ব্যাটে লেগে চলে গেছৈ শর্ট মিড উইকেটে দাঁড়ানো কাইল মেয়ার্সের হাতে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দলীয় ১ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট। এর আগে তিনি বোলিংও করেছেন। ১১ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সবকিছুর পরে প্রশ্ন উঠেছে জাতীয় দলে সৌম্যর ভূমিকা নিয়ে।
সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপ।ে ওই ম্যাচে তিনি ওপেনার হিসেবে ব্যাট করে প্রথম ইনিংসে করেন ১৭ রান। দ্বিতীয় ইনিংসে ৮ নম্বরে নেমে করেন ১৫। আজ আবার তাকে ওপেনিংয়ে দেখা গেছে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে সৌম্যকে ইদানিং নিয়মিতই ৭ নম্বরে ব্যাট করতে দেখা যায়।