Published : Saturday, 13 February, 2021 at 12:00 AM, Update: 13.02.2021 12:01:59 AM
মাসুদ আলম।।
কুমিল্লা
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের
অন্যতম নেতা ও কুমিল্লা মহানগরের দেশওয়ালিপট্টির বাসিন্দা এডভোকেট মোঃ
আনোয়ার হোসেন মারা গিয়েছেন। (১২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার সিডিপ্যাথ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল ৬৪ বছর।
এডভোকেট মোঃ
আনোয়ার হোসেন কুমিল্লা সদর দণি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত মোঃ ইসমাইল
হোসেনের ছেলে। মৃত্যুকালে এডভোকেট মোঃ আনোয়ার হোসেন তিন ছেলে, স্ত্রী এবং
আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মেঝো ছেলে ফুয়াদ
আনোয়ার জানান, তার বাবা আনোয়ার হোসেন ফুসফুসে পানি জমে ছিলো। হৃদক্রিয়া
রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করলে
শুক্রবার তিনি মারা যান। এরপর বাদ জুমা কুমিল্লা মুন্সেফ বাড়ি জামে মসজিদের
সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে বাদ আসর এডভোকেট মোঃ আনোয়ার
হোসেনের গ্রামের বাড়ি দণি উপজেলার শ্রীমন্তপুরে দ্বিতীয় জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন
১৯৯১ সালের ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত
হন এবং ১৯৯১ সালের ২৩ মে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
তারমৃত্যুতে
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মুমিন ফেরদৌসসহ বঙ্গবন্ধু
আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা শোকপ্রকাশ করেন।