Published : Saturday, 13 February, 2021 at 12:00 AM, Update: 13.02.2021 12:02:07 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় প্রতারণার অভিযোগে জসিম উদ্দিন (৩৯) নামে এক ভুয়া
চিকিৎসককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার
সদর উপজেলার নিশিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিকিৎসক পরিচয়
প্রদানকারী ওই প্রতারককে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন কুমিল্লার সদর উপজেলার ছোট আলমপুর গ্রামের মোঃ মন্তাজ মিয়ার ছেলে।
শুক্রবার
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ
সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, মোঃ জসিম উদ্দিন নিজেকে ডাক্তার পরিচয়
দিয়ে দীর্ঘদিন যাবত ভুল চিকিৎসা প্রদান করে আসছেন। সেই সাথে লাইসেন্সবিহীন
হাই এন্টিবায়টিক ইনঞ্জেকশন ও উচ্চমাত্রার ওষুধ বিক্রি করে। নিজেকে
রেজিস্টার বড় ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে হাজার হাজার
টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। অভিযানে বিভিন্ন ধরনের লাইসেন্স বিহীন হাই
এন্টিবায়টিক ইনঞ্জেকশন ও উচ্চমাত্রার ওষুধ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জসিম উদ্দিন প্রতারণা করার অপরাধে তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।