ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাঝ পদ্মায় যাত্রীবা‌হী লঞ্চ ও তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ
Published : Saturday, 13 February, 2021 at 1:54 PM
মাঝ পদ্মায় যাত্রীবা‌হী লঞ্চ ও তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ মাঝ পদ্মায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে দৌলত‌দিয়াগামী (এম‌ভি ফ্লাই‌য়িং বাড-২) না‌মের এক‌টি যাত্রীবা‌হী লঞ্চ ও (ও‌টিসাংহাই-৪) না‌মের তেলবা‌হী ট্যাং‌কের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে।

এ ঘটনায় যাত্রীবাহী ল‌ঞ্চের ক্ষ‌তি হ‌লেও কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

শ‌নিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানাজার মো. নুরুল আনোয়ার মিলন জানান, পাটুরিয়া থেকে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে দৌলত‌দিয়া ঘা‌টের উদ্দ্যে‌শে ছেড়ে আসা (এম‌ভি ফ্লাই‌য়িং বাড-২) লঞ্চটি পদ্মানদীর মাঝে আসলে (‌ওটিসাংহাই-৪) না‌মের একটি তেলবাহী ট্যাংক সরাসরি লঞ্চে আঘাত করে।

তিনি আরও বলেন, এসময় লঞ্চে থাকা কিছু যাত্রী নদীতে পড়ে যায়। পড়ে ওইসব যাত্রীরা ফেরি ও অন্য লঞ্চে উঠে দৌলতদিয়া প্রান্তে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে লঞ্চের ক্ষতি হয়েছে।

এছাড়া তেলবাহী ট্যাংকটি মাঝ নদীতে আটকা আছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।