ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ ঘণ্টায় মৃত্যু ১৩
Published : Saturday, 13 February, 2021 at 3:53 PM
২৪ ঘণ্টায় মৃত্যু ১৩ দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে।

গত একদিনে আরও ২৯১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন হয়েছে।

এক দিনে মারা গেছে ১৩ জন। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন হয়েছে।