ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মৎস্যজীবি লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ইসমাইল নয়ন ॥
Published : Saturday, 13 February, 2021 at 6:22 PM
ব্রাহ্মণপাড়ায় মৎস্যজীবি লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের তেতাভূমি এলাকায় ইউনিয়ন মৎস্যজীবি লীগের আয়োজনে এ কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
    উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সম্মানিত অতিথি ছিলেন মোঃ শাহ আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী। এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম ডিলার, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, নুরুল ইসলাম, মল্লিকা গ্রুপের পরিচালক আবু ছাইব বাপ্পী। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম। পরিচালনা করেন মৎস্যজীবি লীগ নেতা মোঃ শাহীন আলম ও মোখলেছ মিয়া। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন, ছাত্রলীগ নেতা শামসুদুহা বারী। সম্মেলনে উজেলার বিভিন্ন ইউনিয়ন ও শশীদল ইউনিয়নের মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।