ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু
Published : Saturday, 13 February, 2021 at 6:35 PM
ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যুদিনাজপুর-পার্বতীপুর রুটের শেখপুরা রেলগুমটি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজা নামের এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের শেখপুরা ১৭নং রেলঘুমটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত বুদ্ধি প্রতিবন্ধী রাজা (৩৩) দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী পিলখানার বাসিন্দা মোঃ আকবর হোসেনের ছেলে।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদুল হক ভুঁইয়া জানান, শনিবার সকাল ৬টায় ৭৬৮নং দোলনচাঁপা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধী রাজা মৃত্যুবরণ করে। পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়মুখী ৭৭৩নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পুনরায় কাটা পড়ে। এরপর দিনাজপুর থেকে বুড়িমারী মুখী ৮০৩নং কমিউটার ট্রেনে আবারও কাটা পড়ে। ফলে লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে দিনাজপুর জিপআরটি থানায় একটি ইউডি মামলা হয়েছে। যার নং-৭ তাং-১৩/০২/২০২১।