বঙ্গবন্ধু আন্তঃজেলা অনুর্ধ-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে রাজশাহী জেলা। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী ৪৪-৩২ পয়েন্টে হারিয়েছে গাজীপুর জেলাকে।
প্রথমার্ধে রাজশাহী ২৩-১৩ পয়েন্টে এগিয়েছিল। রাজশাহীর রিপন ১৮ ও রাহাত ১২ পয়েন্ট এবং গাজীপুরের মাহিন ১৩ ও সাফি ৮ পয়েন্ট করে স্কোর করেছেন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এ কে সরকার, যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী, সদস্য রঞ্জিত চন্দ্র দাস।
রাজশাহী জেলা দল : রাহাত, মীর, ইমতিয়াজ, রাব্বি, জোহা, জাহিদ, রিপন, সাবরিয়ার, নাইমুল ও ও রাসেল।
গাজীপুর জেলা দল : মাহিন, আরিট্রো, প্রিতো, নিটল, সাফি, পূর্ন, প্রিয় যতি, রাকিন, আসাদ ও তির্থ।