ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর জেলায় ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্যা ১১ হাজার ৯শ’ ৭৯ জন
Published : Sunday, 14 February, 2021 at 7:32 PM
চাঁদপুর জেলায় ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্যা ১১ হাজার ৯শ’ ৭৯ জনচাঁদপুরে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনার মধ্যে চলছে। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আইসোলেশন ওয়ার্ডে সার্বিক টিকা দান কর্মসূচি চলছে।

গতকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে চাঁদপুর জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পুলিশ ও অনুমোদিত ব্যুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গতকাল পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্যা ১১ হাজার ৯শ’ ৭৯ জন। গতকাল ভ্যাকসিন গ্রহণ করেছে ২ হাজার ৩শ ৪৯ জন।

গতকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টা পর্যন্ত চাঁদপুরের ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্যা ২ হাজার ৮শ ১৯ জন। গত বৃহস্পতিবার টিকা গ্রহন করেছে ২ হাজার ৮ শ ৯৩ জন। গত১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরো জেলায় করোনা টিকা নিয়েছে ২ হাজার ৮ শ ৯৩ জন। গত শনিবার পর্যন্ত মোট টিকা নিয়েছে ৯ হাজার ৬শ’৩০ জন। এখন থেকে ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথে ও টিকা নেয়া হচ্ছে।