বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর খেতাব মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল রোববার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সলিম।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুনুর রশীদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হেসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাক অ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা কৃষক দলের সভাপিত এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা যুবদলের প্রচার সম্পাদক পারভেজ আলম রবিন, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণসম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ও স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে নিয়ে ষড়যন্ত্র এদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র। আগামী দিনে আন্দোলন হবে রাজপথে ঘরে নয়। আমাদের মাঝে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাথে এখন যুদ্ধ হবে পুলিশ বাহিনীর সাথে। কারণ রাজপথে আওয়ামীলীগ নেই, আছে পুলিশলীগ। জিয়াউর রহমানের পরিবারের সব কিছু কেগে নিয়ে যাওয়া হয়, তারপরও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে মুছে ফেলা যাবে না। বীর উত্তম খেতাব অর্জন করতে পারেন নি বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। রণাঙ্গনে যুদ্ধ করে জিয়াউর রহমান বীর উত্তম খেতাব অর্জন করেছে। সেদিন যদি জিয়াউর রহমানের জন্ম না থাকতো তাহলে এদেশ স্বাধীন হতো না।