ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভালোবাসা দিবসে কুবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM, Update: 15.02.2021 1:17:02 AM
ভালোবাসা দিবসে কুবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিলতানভীর সাবিক, কুবি ||
প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা’’ এই প্রতিপাদ্য ধারণ করে ‘বিশ্ব ভালোবাসা দিবসে’ প্রেমবঞ্চিতরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটির ব্যানারে বিােভ মিছিল করেছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক এবং শালবন বিহারের প্রদণি শেষে বিশ্ববিদ্যালয়ের আবার মূল ফটকে এসে শেষ হয়। এরপর কেক কেটে সংপ্তি সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সোসাইটির সভাপতি অনিক।
এসময় বিােভকারীরা "ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। কুবির মাটি সিঙ্গেলদের ঘাটিসহ নানা স্লোগান দেয়। প্রেমের নামে নষ্টামি চলবে না চলবে না।" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সভাপতির বক্তব্যে অনিক বলেন, “আজ সুন্দরবন দিবস। তাই আমাদের টি-শার্টের রঙ হলুদ। কিন্তু এমন একটি দিবস কে ভালবাসা দিবস বানিয়ে প্রেমের নামে যে নষ্টামি ও অবেহায়াপনা শুরু হয়েছে তা চলতে পারে। এতে শিার্থীসহ অনেকেই বিপদগামী হচ্ছে। তাই আমরা অনৈতিক প্রেমের বিরুদ্ধে অবস্থান করছি। তবে আমরা প্রেমের বিরুদ্ধে নই বরং পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান করছি আমরা। এমনকি প্রয়োজনে গণবিবাহের আয়োজন করা হবে।”
এসময় বিােভ মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল হাবিব, মাজহারুল ইসলাম, সালমান শান্ত, মোশারফ হোসেন, ফয়সাল, আবদুল্লাহ মামুন, শাহেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।