অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের পুনর্মিলনী
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গের পুনর্মিলনী মেলা কুমিল্লার কোটবাড়ীস্থ স্বপ্নচূড়া রিসোর্টে অনুষ্ঠিত হয়। উক্ত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কারা সার্জেন্ট আলহাজ্ব জালাল আহমেদ ভূইয়া। পুনর্মিলনীতে সঞ্চালক/উপস্থাপক হিসেবে ছিলেন অব: কারা সাজেন্ট আলহাজ্ব কুদ্দুসুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সুবেদার ওয়াদুদ, প্রধান কারারক্ষী আবদুল ওয়াদুদ, কারারক্ষী জমির হোসেন, রফিক, শফিক, মান্নান।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. আবুল হাশেম আনসারী। পুনর্মিলনীতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলার আসাদুর রহমান, ডেপুটি জেলার জাভেদ হোসেন, ডেপুটি জেলার রোজী জান্নাত, ডেপুটি জেলার আব্দুস সোবহান। উক্ত অনুষ্ঠানে কারা পরিবারের ২৭৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।