ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দায়িত্ব গ্রহণ করলেন চান্দিনা পৌরসভার নব নির্বাচিত মেয়র শওকত ভূইয়া
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM, Update: 15.02.2021 1:17:36 AM
দায়িত্ব গ্রহণ করলেন চান্দিনা পৌরসভার নব নির্বাচিত মেয়র শওকত ভূইয়ারণবীর ঘোষ কিংকর: বিশ্ব ভালবাসা দিবস ও বসন্তের প্রথম দিনে কুমিল্লার চান্দিনা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র শওকত হোসেন ভূইয়া।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) নবনির্মিত আধুনিক পৌর কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে জমকালো আয়োজনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম থেকে দায়িত্ব গ্রহণ করেন নব মেয়র শওকত হোসেন ভূইয়াসহ তার পরিষদ।  
প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র হাত ধরে ওই দায়িত্বভার হস্তান্তর করা হয়।
রবিবার সকাল ১০টা থেকে সভাস্থলে আগত সকল অতিথি, পৌর নাগরিক ও দর্শণার্থীদের হাতে নতুন মেয়র শওকত হোসেন ভূইয়ার পক্ষে লাল গোলাপসহ রজণীগন্ধা ফুলের তোড়া উপহার দেওয়া হয়। গাঁদা ফুলের পাপড়িতে ঢাকা হয়েছে পৌরসভা কার্যালয়ের প্রধান সড়কটি। ফুলেল সড়কের উপর দিয়ে গাড়ি চেপে ও পায়ে হেটে সভাকক্ষে প্রবেশ করেন অতিথিবৃন্দ। সভাস্থলে ফুলে ফুলে সিক্ত হন প্রধান ও বিশেষ অতিথিসহ পৌরসভার নব-নির্বাচিত পরিষদ।
সাবেক মেয়র মফিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদানের মধ্য দিয়ে বিদায় জানান নব নির্বাচিত মেয়র শওকত হোসেন ভূইয়া।
সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. আবু তাহের, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য কালী ভূষণ বক্সী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি  চান্দিনা উপজেলা শাখা সাধারণ সম্পাদক কমল বক্সী।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চান্দিনা পৌরসভার চতুর্থ নির্বাচিত অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারী। ইভিএম ডিভাইসে ভোট গ্রহণে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে চতুর্থ পৌর মেয়র নির্বাচিত হন শওকত হোসেন ভূইয়া। গত ৬ ফেব্রুয়ারী শপথ নেন চান্দিনা পৌরসভার নতুন পরিষদ। ১৪ ফেব্রুয়ারী দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে আগামী ৫ বছরের কর্ম পরিকল্পনা হাতে নিয়ে যাত্রা শুরু করলো মেয়র শওকত হোসেন ভূইয়া’র নেতৃত্বাধীন চান্দিনা পৌরসভার নতুন পরিষদ।