ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোয়ারা হাবীব প্রথম নারী সিজিডিএফ
Published : Monday, 15 February, 2021 at 12:14 PM
মনোয়ারা হাবীব প্রথম নারী সিজিডিএফ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স (সিজিডিএফ) পদে মনোয়ারা হাবীব দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার তিনি এ পদে যোগ দেন।

বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী সিজিডিএফ। মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) পাশ করেন।

নিরীক্ষা ও হিসাব বিভাগে বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল, রেলওয়ে ও ডিফেন্স-তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সিজিডিএফ হিসাবে যোগদানের আগে তিনি ডিসিএজি (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন।

এছাড়াও এর আগে তিনি মহাপরিচালক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (আর্মি), যুগ্ম মহাপরিচালক (অর্থ), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (এয়ার), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (নেভী)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রশিক্ষণ, সেমিনার ও অন্যান্য সরকারি দায়িত্ব পালন উপলক্ষ্যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী। আইএসপিআর।