দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে পরীক্ষায় তাদের শরীরে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ছড়িয়ে পড়েছে।
ব্রাজিলের গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দুই ব্যক্তির যুক্তরাজ্য সংযোগ রয়েছে। ইংল্যান্ডে বসবাসরত এক আত্মীয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। ছুটি কাটাতে ওই ব্যক্তি ব্রাজিল সফরে গিয়েছিলেন। সেখানেই পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। পরে তার দুই ব্রাজিলিয়ান স্বজনের শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে। যদিও নতুন ভ্যারিয়েন্টগুলোতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।