ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে গাছ পড়ে দিন মজুরের মৃত্যু
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার পাচওরা মাধ্যমিক বিদ্যালয়ের কাঠ গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে কবির খান নামের এক দিন মজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। নিহত ব্যক্তি কবির খান বিদ্যালয়ের কর্তৃপরে ডাকে বিদ্যালয় আঙ্গিনায় কাঠ গাছ কাটতে দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত কবির খান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ওই দিন ডাক্তার ঊন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাচপুর এলাকায় বিকালে মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্র জানায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচওরা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু কাঠ গাছ কাটার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস স্থানীয় পাওরা গ্রামের মৃত আব্দুল লফিত খানের দিন মজুর কবির খান (৪৫)কে গাছ কেটে দেয়ার জন্য ডাকে। বুধবার সকাল ১০ টায় কবির খান সহ এলাকার কিছু লোক বিদ্যালয়ের কাঠ গাছ কাটতে শুরু করে। স্থানীয় লোকজন জানান একটি বড় কাঠ গাছ কাটার সময় গাছটি মোচড় দিয়ে দিন মজুর কবির খানের উপরে পড়ে। গাছটি তার উপর পড়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বুধবার দুপুরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।তখন তাকে ঢাকা নেয়ার পথে কাচপুর এলাকায় কবির খানের মৃত্যু হয়। কবির খানের ৩ কন্যা সন্তান এর মধ্যে দুই মেয়েকে বিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় পাওরা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কবির খান কে দাফন করা হয়।
এদিকে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং স্থানীয় পাচওরা গ্রামের হাজী মোঃ শাহজাহান চেয়ারম্যান বলেন এটি একটি দুর্ঘটনা। কবির খানের পেশা ছিল গাছ কাটা ও দিন মজুরী করা। গ্রাম বাসী এ দুর্ঘটনায় নিহত কবির খান কে বৃহস্পতিবার বেলা ১১ টায় গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে।