Published : Friday, 19 February, 2021 at 12:00 AM, Update: 19.02.2021 2:05:16 AM
ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরি’-তে তিনি ৩ বছরের জন্য এ নিয়োগ লাভ করেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা।
এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ধারার (১) (চ) ধারা অনুযায়ী ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরি’-তে অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, চেয়ারম্যান, লাকসাম উপজেলা পরিষদ, কুমিল্লাকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যর হবে।
লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া প্রজ্ঞাপন জারির কপি হাতে পেয়ে এমন প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
ক্যাপশন: পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া।