মাস্ক ছাড়া শহীদ মিনারে প্রবেশ নয়
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একজন ব্যক্তিও মাস্ক ছাড়া শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না। দল পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি এখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে আমরা এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। চারদিকে করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন চলছে, তাতে ভীতি রয়েছে। একজন ব্যক্তিও মাস্ক ছাড়া শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না। দল পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় যান চলাচল বরাবরের মতো নিয়ন্ত্রণ করা হবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
দিবসটিকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মহানগর পুলিশপ্রধান বলেন, এবার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, বলা যায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে র্যাবও থাকবে। শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এ জন্য ডিএমপি কন্ট্রোল রুম থেকে তা মনিটরিং করা হবে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, সোয়াটসহ অন্য ইউনিটগুলো সক্রিয় থাকবে।