ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গাজারিয়া গ্রামে হামলায় তিনজন গুরুতর আহতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার মামলা সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মজুমদার বাড়ির মহরম আলীর ছেলে মোঃ দেলোয়ার গত ১৩ ই ফেব্রুয়ারি বাজারে আলু বিক্রি করে আসার পথে পার্শ্ববর্তী কাশিনগর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সানা উল্লাহ মাস্টারের ছেলে নাহিদ ও মাতু দেলোয়ার কে গালমন্দ করলে, দেলোয়ারের পিতা নাহিদ ও মাতুর বাবার কাছে বিচার দাবি করলে,উত্তেজিত হয়ে সন্ধ্যায় নাহিদ ও মাতুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহরম আলীর ছেলে আক্তারের ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত জখম করে।এসময় মামলার ৩ নং আসামী ধর্মপুর গ্রামের দুলালের ছেলে শরীফ ক্যাশবাক্স ভেঙ্গে ক্যাশে থাকা নগদ দুই ল টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই মামলার অন্য আসামিরা দোকানে ভাঙচুর করে প্রায় দেড় ল টাকার তিসাধন করে।এরপর বাদীর বসত ঘরে প্রবেশ করে, বাদীর ছেলে নজির ও দেলোয়ারকে কুপিয়ে ও হকিস্টিক দ্বারা আঘাত করে গুরুতর জখম করে,এ সময় তাদের মা ও নজিরের স্ত্রী তাদেরকে বাচাতে এগিয়ে আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শ্লীলতাহানি করে।তাদের সুর চিৎকারে বাদীসহ এলাকাবাসী এগিয়ে আসলে আসামিরা হুমকি-ধামকি দিয়ে চলে যায়।তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার জানান এমন নেককার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোধ রঞ্জন চাকমা জানান,গজারিয়া এলাকায় হামলার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে , যার মামলা নং ২৭।আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।