ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
Published : Saturday, 20 February, 2021 at 2:12 PM
সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে সমর আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন।

আধিপত্য বিস্তার ও বালু ভরাটকে কেন্দ্র করে পিরোজপুর নয়াগাঁও গ্রামে শুক্রবার রাতে আলাউদ্দিন গ্রুপ এবং আলেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এর জের ধরে শনিবার সকালে আবারও দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন গ্রুপের সমর আলীসহ দুই গ্রুপের আরও পাঁচজন গুরুতর আহত হন।

এদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমর আলী মারা যান। বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
শুক্রবার রাতে দুই গ্রুপের মধ্যে প্রথম দফার সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার রাতে কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সকালে আবারও দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।