ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে পাঁচ ডাকাত গ্রেপ্তার
Published : Saturday, 20 February, 2021 at 2:14 PM
রাজধানীতে পাঁচ ডাকাত গ্রেপ্তাররাজধানীতে ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল নামের পাঁচ ডাকাতকে ধরা হয়।

তাদের কাছ থেকে বিদেশি রিভলবার, গুলি, স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ জব্দ করা হয়।

শনিবার ডিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, গত ২০ অক্টোবর হাতিরঝিলের বিশাল সেন্টারের পেছনে এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনা দুটিতে লাইসেন্স করা বিদেশি রিভলবার, ৫০টি গুলি, স্বর্ণসহ টাকা লুট হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপরাধ স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার।