ইরান অভ্যন্তরীণভাবে বেসামরিক বিমান সংস্থার অধীনে যাত্রীবাহী বিমান উৎপাদনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানেহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা বিমান উৎপাদনের কার্যক্রম বাড়াচ্ছি এবং আইআরএএন-১৪০ মডেলের বিমান কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হবে। এই বিমান সামরিক ইউনিটে ব্যবহৃত হবে।”
ইরানের তাসমিন নিউজকে দেহকানি দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে বলেন, “দেশের কোম্পানিগুলো বিমানের যন্ত্রাংশ মেরামত ও সরবরাহ করার ক্ষেত্রে যে উন্নতি লাভ করেছে তা আশাব্যঞ্জক। এ অবস্থায় আমরা ১০০ আসনের বিমান উৎপাদনের দিকে যাচ্ছি।”
আইআরএএন-১৪০ মডেল হচ্ছে রাশিয়ার তৈরি অ্যান্টোনভ এএন-১৪০ এর স্থানীয় ভার্সন। ইস্ফাহানে অবস্থিত ইরান এয়ারক্র্যাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির লাইসেন্স নিয়ে এই বিমান ইরানে অ্যাসেম্বল করা হচ্ছে।