নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা খিলমার্কেট এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।