ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণ ওসির আন্তরিকতায় পরিবারে দুই শিশু
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরীর আন্তরিকতায় দুইশিশু ফিরেছেন তাদের পরিবারের কাছে। দুই পরিবারের সদস্যরা নিজেদের সন্তানদের নিরাপদে ফেরৎ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। ১৪ বছর বয়সী মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বিবি হালিমা ওরফে সুফিয়া বেগম যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছেন হাতের নাগালে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, গত সোমবার রাত ১১টায় নগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তিশা কাউন্টারের নিকট তাছলিমা আক্তার (১৪) নামক এক শিশুকে একা বসে থাকতে দেখে স্থানীয়রা সদর দক্ষিণ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে এসে মহিলা পুলিশের সঙ্গে রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির ঠিকানায় তিনি যোগাযোগ করেন। গতকাল বিকালে মেয়েটির মাতা নোয়াখালী জেলার সুবর্ণচর থানার সুবর্ণচর (চর বাইগ্যার) গ্রামের বেলাল হোসেনের স্ত্রী বিবি হালিমা ওরফে সুফিয়া বেগম ও তাঁর পার্শ্ববর্তী বাড়ির দেবর আহম্মদ উল্লাহকে নিয়ে থানায় এসে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তারকে গ্রহণ করেন। এছাড়াও গত রবিবার বিকাল চারটায় একই কাউন্টার এলাকা থেকে চাঁদপুর জেলার সদর উপজেলার মনিহার গ্রামের মৃত উসমান মিজির পুত্র সাকিব (১২) কে উদ্ধার করে গত সোমবার তার মাতা সেলিনা বেগমের হাতে তুলে দেয়। এসময় থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।