ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই ও দুলালপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়। সোমবার (২২ফেব্রুয়ারি) রাতে বৈদ্যতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়ে এ ঘটনাটি ঘটেছে। এতে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
সরজমিনে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রাজ্জাক মুন্সির বাড়িতে সোমবার রাতে বৈদ্যতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ২ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ওই বাড়ির মাওলানা হাজী আঃ রাজ্জাকের ছেলে মোরশেদ আলম হাজারীর একটি বসত ঘর, তার ভাই জহিরুল ইসলামের একটি বসত ঘর, শহীদুল ইসলামের একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এবং ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপির পক্ষ থেকে এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু মোঃ জাহেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী ও শীতবস্ত্র প্রদান করেন।
অপর দিকে উপজেলা দুলালপুর গ্রামের মকিমের বাড়িতে বৈদ্যতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ওই বাড়ির মৃত মকিমের ছেলে আবুল মিয়ার একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এত ঘরে থাকা নগদ অর্থ ও আসাবাবপত্রসহ পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।