বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের দ্বিতীয়টি দেশে আসছে। ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ প্লেনটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। তৃতীয় প্লেনটি আগামী মার্চে দেশে আসার কথা রয়েছে।
বিমান সূত্রে জানা যায়, আজ বুধবার বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যন্ত আধুনিক ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজটি দেশে আসছে। ২৩ ফেব্রুয়ারি কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্লেনটির।