মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে আরও ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করেছে কৃর্তপক্ষ। কী কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানায়। এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করে।’
দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত। এর আগে রবিবার একই স্থান থেকে অনেক গুলো ডলফিন উদ্ধার করা হয়েছে।