ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে মোবাইল কোর্ট ১০ মামলা ও অর্থদণ্ড প্রদান
Published : Wednesday, 24 February, 2021 at 1:04 PM
শাহরাস্তিতে মোবাইল কোর্ট  ১০ মামলা ও অর্থদণ্ড প্রদানশাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা ১০ মামলা ও অর্থ প্রদান করা হয়,  ২৩ ফেব্রুয়া‌রী মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ এর নি‌র্দেশনায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অ‌ফিসার শিরীন আক্তার এর তত্ত্বাবধা‌নে শাহরা‌স্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা ক‌রেন  এ‌ক্সিকিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ মঞ্জুরুল মো‌র্শেদ।
সরকা‌রি নি‌র্দেশ অমান‌্য করায় মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১০ টি মামলায়, ২ হাজার  টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়ে‌ছে।

শাহরা‌স্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট প‌রিচালনা অব‌্যাহত থাক‌বে।