ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিজ্ঞাপনে ইলিয়াস কাঞ্চন
Published : Wednesday, 24 February, 2021 at 1:49 PM
বিজ্ঞাপনে ইলিয়াস কাঞ্চনচিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে পর্দার চেয়ে এখন পথেই দেখা যায় বেশি। কারণ ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়েই তার ব্যস্ততা ও জনপ্রিয়তা।

সম্প্রতি চিত্রনায়িকা রোজিনা প্রযোজিত-পরিচালিত ‘ফিরে দেখা’ ছবিতে তার অভিনয়ের ঘোষণা এসেছে। তারও আগে আরও একটি কাজ করলেন। সেটি হলো বিজ্ঞাপন। ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত এই নায়ক শপিংমলের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। যা পরিচালনা করেছেন বাপ্পী খান।

সম্প্রতি রাজধানীর উত্তরা ও পল্টনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা বাপ্পী বললেন, ‘এর গল্পটি চমৎকার। সঙ্গে ইলিয়াস কাঞ্চনের মতো নন্দিতজন এতে যুক্ত আছেন। আসছে সপ্তাহেই এটি প্রচার হবে দেশের টিভি চ্যানেল ও রেডিওগুলোতে। দেখা যাবে, অনলাইনের নানা মাধ্যমেও।’

এদিকে, ইলিয়াস কাঞ্চন প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’র জন্য। এতে তিনি অভিনয় করবেন পরিচালকের বিপরীতে। আগামী ১২ মার্চ থেকে রাজবাড়িতে ছবির শুটিং শুরুর কথা রয়েছে। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হচ্ছে।