ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিক্ষক থেকে পুলিশ কর্মকর্তা নাসিম উদ্দিন
মানিক দাস //
Published : Wednesday, 24 February, 2021 at 8:03 PM
শিক্ষক থেকে পুলিশ কর্মকর্তা নাসিম উদ্দিনচাঁদপুর মডেল থানা থেকে সদ্য বিদায়ি অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন পুলিশ বিভাগে যোগদানের পূর্বে তিনি একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা ছেড়ে তিনি যোগদান করেন পুলিশ বিভাগে। যেখানেই তিনি চাকুরী করেছেন সেখানেই তিনি সততা আর নিষ্ঠার পরিচয় দিয়েছেন। নাসিম উদ্দিন পুলিশ বিভাগে যোগদানের পূর্বে চট্টগ্রামের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে ১৯৯৭ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।
চাঁদপুর মডেল থানায় আসার পূর্বে তিনি যে যে থানাতে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন সে সব থানায় রয়েছে সুনাম। নাসিম উদ্দিন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন খাগরাছরি, মানিকছরি, কুমিল্লার মেঘনা থানা, চাটখিল থানা, সোনাইমুড়ি থানা সহ বেশ কিছু থানায়। তিনি ২০১৮ সালের ৭ ডিসেম্বর বদলি হয়ে অফিসার ইনচার্জ হিসাবে চাঁদপুর মডেল থানায় যোগদান করেন। ২ বছরের অধিক সময় তিনি চাঁদপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে গতকাল বুধবার চাঁদপুর মডেল থানা ছেড়ে পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেছেন। নাসিম উদ্দিনের গ্রাসের বাড়ি চট্টগ্রামের মিরেরসরাই।ব্যাক্তিগত জীবনে তিনি ২ কণ্যা সন্তানের জনক। চাঁদপুর মডেল থানায় যোগদানের পর তিনি নিজে ও অফিসারদের নিয়ে চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযান, কিশোরগ্যাং নিরসন কপ্লে অভিযান চালিয়েছেন। নাসিম উদ্তিন বলেন চাঁদপুরে দায়িত্ব ও কর্তব্য পালন কালে কোনো প্রকার রাজনৈতীক কোনো হস্তখ্যাপে পরতে হয়নি। সাংবাদিকদের সর্বাতক সহায়তা পেয়েছি। আমাকে সাংবাদিকরা সকল তথ্য দিয়ে সর্ব প্রথম সহযোগিতা করেছে। তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ।