সিআইপি নুরুল ইসলাম দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি
Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM, Update: 25.02.2021 2:01:28 AM
নিজস্ব প্রতিবেদক।। দুবাই ভিত্তিক স্টারগোল্ড গ্রুপ-অব কোম্পানীর পরিচালক কুমিল্লার কৃতিসন্তান সিআইপি নুরুল ইসলাম নূর দুবাই আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। দুবাই আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি দেলোয়ার আহম্মদ এবং সাধারণ সম্পাদক এম. এ হানিফ তালুকদার স্বারিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ যে, সিআইপি নুরুল ইসলাম নূর কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের হাজী আলী হোসেনের পুত্র। আর্ন্তজাতিকভাবে খ্যাতনামা স্টারগোল্ড গ্রুপ-অব কোম্পানীর চেয়ারম্যান সিআইপি আবুল কালামের বড় ভাই সিআইপি নুরুল ইসলাম নূর। এই সিআইপি পরিবার কুমিল্লার উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন এবং বর্হিবিশ্বে এলাকার হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর এ কৃতিত্বের জন্য কালির বাজার ইউনিয়নবাসী এবং কুমিল্লা সংস্কৃতি সংসদের প থেকে তাঁকে বিশেষ ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।