‘দখিন দুয়ার খোলা’ আজ বিকাল ৫টায়
Published : Friday, 26 February, 2021 at 12:00 AM
আলোকধারা- সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনী, কুমিল্লার বসন্ত উদযাপন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘দখিন দুয়ার খোলা’ শিরোনামে বিকাল নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৫টায়। আয়োজকরা জানান, অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তিসহ অন্যান্য পরিবশনা থাকবে। আলোকধারা- সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনী এর সদস্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও ঢাকা থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা থাকবে। কবিতার মোহে, নৃত্যের মুগ্ধতায়, সুরেলা সঙ্গীতে-এই বাসন্তী আনন্দে থাকবে ব্যতিক্রম পরিবেশনা।
অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য কুমিল্লাবাসীকে আমন্ত্রন জানিয়েছে আলোকধারা।