ব্রাহ্মণপাড়ায় কুকুরের কমড়ে ৯ জন আহত
Published : Friday, 26 February, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদর, ছাতিয়ানী,
বেজুরা, দুলালপুর ও গোপলনগর এলাকায় বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) পাগালা
কুকুর কামড়িয়ে ৯ জনকে আহত করেছে। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক।
আহতরা হলেন
উপজেলার ব্রাহ্মণপাড়া সদরের আবু সিদ্দিকের মেয়ে মনি আক্তার (৫), একই
এলাকার কবির হোসেনের ছেলে ই¯্রাফিল (৮), ছাতিয়ানী গ্রামের মৃত খোয়াজ আলীর
ছেলে আব্দুল লতিফ (৬০), বেজুরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী রুবিনা আক্তার
(২২) গোপলনগর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে ফারিয়া আক্তার (৪), দুলালপুর
গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২),
মোহালক্ষীপাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে শাহ আলম (৫০) এবং একই গ্রামের
আজাদ মিয়ার ছেলে মেহেদী হাসান (১২) বজলু মিয়ার ছেলে আব্দুল কাদের (২৮)।
এব্যাপারে কুকুরের কামড়ে আহত আব্দুল লতিফ (৬০) বলেন, আমার ধারণা একই কুকুর উল্ল্যেখিত এলাকা গুলোতে ঘুরে ঘুরে আহতদের কামড়িয়েছে।