Published : Friday, 26 February, 2021 at 7:43 PM, Update: 26.02.2021 7:56:19 PM
আজ ২৬ ফেব্রুয়ারী ২০২১,শুক্রবার তিতাস উপজেলার মজিদ পুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে মাজেদুল ইসলাম মন্টু প্রতীক( ছাতা) সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সভাপতি মোঃ আক্তার বেপারী, প্রতীক (আনারস) তিনি পেয়েছেন ৪ ভোট।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কাশেম ভুঁইয়া বাবুল সাধারণ সম্পাদক ও মফিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত তিন নেতার সমন্বয়ে ইউনিয়নের পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবকে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নির্দেশনা দিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকারের তত্বাবধানে তাঁর বাসভবনে কাউন্সিলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার, নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ আলী হোসেন মোল্লা, কমিশনের সদস্য আক্তারুজ্জামান আক্তার, মোয়াজ্জেম হোসেন মুন্সি, জহিরুল ইসলাম জাদু, কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ।