কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমজাদের বাজার ও পদুয়ার
রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ খোকন।
তিনি
জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায়
কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। মনির বগুড়া সদর
উপজেলার চরডুপু গ্রামের আবু ছায়েদের ছেলে।
অন্যদিকে মহাসড়কের পদুয়া
রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির(২৯) লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে মহাসড়কের কোন অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছে।
তবে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানা যায়নি।