ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রবাসী স্বামীর সাথে ভিডিও কল শেষে ফাঁসিতে ঝুললেন স্ত্রী
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM, Update: 27.02.2021 1:49:43 AM
প্রবাসী স্বামীর সাথে ভিডিও কল শেষে ফাঁসিতে ঝুললেন স্ত্রীনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় সিলিং ফ্যানে ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূ কুলছুম বেগম (২২) বরুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের খাবির উদ্দিনের স্ত্রী। কুলছুম একই উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের হরিপুর (দক্ষিণ পাড়া) গ্রামের ফজলুল হকের মেয়ে। বিয়ের পর কুলসুমের কোন ছেলে সন্তান হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, বরুড়া পৌরসভার কাসেড্ডা গ্রামের প্রবাসী খাবির উদ্দিনের স্ত্রী। কুলছুম বেগম শুক্রবার ১১টায় প্রবাসী স্বামীর সাথে ইমুতে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। হঠাৎ দুজনের মাঝে কথাকাটি হয়। কথা শেষে কুলছুম দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেয়। আধা ঘন্টা পর শাশুড়ি এসে দেখে কুলছুম ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। পরে জানালা দিয়ে দেখে সে ফাঁসিতে ঝুঁলে আছে। শাশুড়ি কুলছুমের এ অবস্থা দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে এবং বরুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
আত্মহত্যার বিষয়ে বরুড়া থানা ওসি ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।