ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উপজেলা পরিষদ উপনির্বাচন দেবিদ্বারে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার||
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ উপনির্বাচনের বাকি আর একদিন। এরই মধ্যে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্থ প্রার্থীরা। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে। ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর মধ্যে। তবে এখন দেখার বিষয় বিজয়ের শেষ হাসিটা কে হাসবে। ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বারে উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগের আবুল কালাম আজাদ, বিএনপির এএফএম তারেক মুন্সি, জাতীয় পার্টির আবদুল আউয়াল সরকার এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল হক খোকন প্রতিদ্বদ¦ীতা করবেন।  শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার মাইকিং ও নিজ নিজ প্রতীকের সমর্থনে মিছিলে  মুখর দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা। কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কেউ কুশল বিনিময় করছেন। কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেবিদ্বার উপজেলা সদরে গণসংযোগ করছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী  মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি ভোটারদের কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। বিকাল সাড়ে তিনটার দিকে কর্মী সমর্থকদের নিয়ে ধানের শিষের পক্ষে মিছিলে অংশ নেন বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সি। তিনি বলেন, মানুষ সুষ্ঠভাবে ভোট কেন্দ্রে যেতে পারলে বিএনপির প্রতীকে ভোট দিবে। তবে আমরা সংশয় প্রকাশ করছি, নির্বাচন সুষ্ঠ হবে কিনা? অন্যদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে পৃথক মিছিল করা হয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হক খোকনের আনারস প্রতীকের সমর্থনে মিছিল করেছে তার সমর্থকেরা। তিনি এ প্রতিবেদকে জানান, মানুষ আনারস প্রতীকে ভোট দিবে। উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, ২৬ তারিখ রাত ১২ টার পর প্রচারণা বন্ধ। আগামী রোববারে  দেবিদ্বার উপজেলার ১১৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের  প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি)  নির্বাচনী মালামাল পৌছে দেয়া হবে।