দাউদকান্দিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Tuesday, 2 March, 2021 at 8:37 PM, Update: 02.03.2021 10:20:55 PM
আলমগীর হোসেন, দাউদকান্দি: দাউদকান্দিতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলামের নেতৃত্বে এস.আই সৈয়দ দেলোয়ার হোসেন, এ.এস.আই মো: আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মো: মহসিন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, মহাসড়কের শহীদনগরে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক ১১-১৬১২ ) তল্লাশী চালিয়ে ২৫০ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃক মো: মহসিন (৩৯) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইস গ্রামের মমিন মিয়াজীর ছেলে। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।