ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে দুর্বৃত্তদের দেয়া আগুন হাইড্রোলিক গাড়ি পুড়ে ছাই
Published : Tuesday, 2 March, 2021 at 8:39 PM
শাহরাস্তিতে দুর্বৃত্তদের দেয়া আগুন হাইড্রোলিক গাড়ি পুড়ে ছাইচাঁদপুরের শাহরাস্তিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে হাইড্রোলিক মাহিন্দ্রা গাড়ি পুড়ে ছাই হয়েছে। ১ মার্চ সোমবার গভীর রাত শাহরাস্তি পৌরসভা ১২ নং ওয়ার্ডের সুচিপাড়া ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, জানা যায় নোয়াগাঁও গ্রামের হুমায়ের হোসেন সাদ্দামের ১টি মাহিন্দ্রা গাড়ি  ঢাকা- মেট্রো ড  ১১-৬৪২৫  হাইড্রোলিক গাড়ি দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়।
ওই গাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনের  লেলিহান দেখে স্থানীয় এলাকাবাসী শাহরাস্তি ফায়ার সার্ভিস কে খবর দিলে শাহরাস্তি ফায়ার সার্ভিস ফোর্স দ্রুত গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এর মধ্যে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এবং গাড়িটির ইঞ্জিন বাষ্ট হয়ে যায় এবং চাকা  গুলো ফুটে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানায় আমার সাথে আমার পরিবারের  সম্পত্তিগত বিরোধ চলে আসছে এবং ইতিমধ্যে বহু মামলা-মোকদ্দমা হয়েছে।  প্রতিদিনের ন্যায় সুচিপাড়া ব্রিজ সংলগ্ন মসজিদের কাছে গাড়িটি সব সময় নিয়মিত থাকে কেবা কাহারা আমার গাড়িতে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে আমি দেখি নাই। আমার এই গাড়ির উপরে অনেক ঋণের বোঝা রয়েছে আমি এখন সর্বনিঃস্ব হয়ে পথে বসেছি।  এরপূর্বেও এই গাড়িটির সামনের গ্লাস ভেঙ্গে  ফেলেছে এবং পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে।  আমি এই বিষয়ে শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
গতকাল ১ মার্চ  গভীর রাতে আমার গাড়িটি কেবা কারা পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি দেখি নাই। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে চাই হওয়া আমার গাড়িটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রার্থনা করি।