ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম  উদ্বোধন
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
কসবা সংবাদদাতা:
আওয়ামী লীগকে যদি কেউ দ্বিধাবিভক্ত করতে চায় তাহলে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। কারা আসল আওয়ামীলীগ কারা নকল আওয়ামীলীগ আমি তাদেরকে চিনি। নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে নিজেদের দুর্বল করবেন না। শুক্রবার (৫ মার্চ) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রা??হ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, কসবা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া, ব্রা??হ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোশাররাফ হোসেন ইকবাল, আইয়ুব আলী ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ওইদিন বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক কসবা উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও কসবা-কুটি সড়কের বিজনা নদীর উপর নির্মিত প্রয়াত সংসদ সদস্য ও সাবেক আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সিরাজুল হক সেতু উদ্বোধন করেন। এ ছাড়া নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরীর নেতৃত্বে কসবা প্রেসক্লাব কার্যকারী কমিটির সদস্যরা আইন মন্ত্রী আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।