ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে জেলা প্রশাসক আবুল ফজল মীরকে বিদায় সংবর্ধনা
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও তাঁর সহধর্মিণী কুমিল্লা সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক বেগম মনিরা নাজনীনকে মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বক্তব্য রাখেন সংবধিত অতিথি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার শারমিন ফাতেমা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুস্মিতা রায়, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্টসহ নারী উন্নয়ন ফোরামের উৎপাদিত পন্য বাজারজাত করনের জন্য বরাদ্ধকৃত দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়। পরে নারী উন্নয়ন ফোরামের উৎপাদিত পন্য বাজারজাত করনের জন্য উপজেলা পরিষদের সামনে গোমতী মার্কেটে বরাদ্ধকৃত দোকানঘর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা বেগম ও গীতা পাঠ করেন গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সাহা।   
অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, হাজী কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, ওমর ফারুক সরকার, বন কুমার শিব, শরিফুল ইসলাম, জাকির হোসেন, নজরুল ইসলাম, বাবুল আহমেদ মোল্লা, রুহুল আমিন, কাইয়ুম ভুইয়া, আবুল হাসেম, একেএম সফিকুল ইসলাম, শাহজাহান বিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা বে-সরকারি মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আবু কাউছার ভুইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির উপজেলা সভাপতি চন্দন কুমার দাস, উপজেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ ছগির আহাম্মদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।