Published : Sunday, 7 March, 2021 at 12:00 AM, Update: 07.03.2021 2:16:03 AM
বাংলাদেশ নারী ক্রিকেট অনুর্ধ্ব-১৭ ট্যালেন্ট হান্টে সারা বাংলাদেশে নবম হয়েছে কুমিল্লার মেয়ে অপর্ণা দে। চট্টগ্রাম বিভাগে তার র্যাংকিং প্রথম। অপর্ণা বিকেএসপি’র ছাত্রী। এছাড়া সে অনুর্ধ্ব-১৮ ও ঢাকা প্রথম বিভাগ লীগ খেলেছেন। করোনার কারনে বিকেএসপি বন্ধ থাকায় বর্তমানে সে কুমিল্লায় কোচিং করছে। কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ সারোয়ার জাহানের নির্দেশনায়ই চলছে প্রশিক্ষণ।
অপর্ণার বাড়ি কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়ার করুণাময়ী কালিবাড়ি। কুমিল্লা মহেশাঙ্গণে কর্মরত কৃষ্ণচন্দ্র দে ও গৃহিণী মুন্না রাণী দাস এর দুই মেয়ের মধ্যে ছোট অপর্ণা। বিকেএসপিতে ভর্তির আগে পড়াশুনা করেছে কুমিল্লা হাই স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত। বর্তমানে বিকেএসপিতে অষ্টম শ্রেণীতে পড়ছে সে। ২০০৬ সালে পুরাতন চৌধুরীপাড়া এলাকাতেই তার জন্ম।
অপর্ণা জানান, কোচ সারোয়ার জাহানের মাধ্যমেই এই ট্যালেন্ট হান্টের খবর পাওয়া যায়। পরে কুমিল্লা থেকে ৩ জন অংশ নেয় এই হান্টে। অনলাইনে হওয়া এই হান্টের জন্য ভিডিও পাঠানো হয় চট্টগ্রামে। কুমিল্লা ঈদগাহ মাঠে বোলিং এবং ব্যাটিংয়ের ভিডিও করে আমিও পাঠাই। পরে ১৩ই ফেব্রুয়ারি রেজাল্ট ঘোষনা করলে আমি জানতে পারি-টিকেছি।
সারা বংলাদেশ থেকে মোট ১৪১ জনকে এই অনুর্ধ্ব-১৭ নারী ক্রিকেট দলের জন্য ট্যালেন্ট হান্ট থেকে বাছাই করা হয়। এর মধ্যে অপর্ণা কুমিল্লা থেকেই নিজের নিবন্ধিত ভিডিও পাঠিয়ে নির্বাচকদের বিচারে মেধাতালিকায় শীর্ষস্থান দখল করেছে। বাছাইকৃতদের নিয়ে ৮টি বিভাগীয় দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। সেখান থেকে বাছাই করা হবে ৬০ জনকে। এভাবে একের পর এক বাছাই শেষে সবশেষ ২০ জনকে নেয়া হবে।
অপর্ণা আশাবাদ ব্যক্ত করে জানান, আমি এই ২০ জনের মধ্যেই থাকবো। যদি আমি আমার সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারি তাহলে নির্বাচকরা অবশ্যই আমাকে সবশেষ তালিকায় নিবেন। আশা করছি কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি আমার বিষয়ে সুদৃষ্টি দেবেন। আমি আমার সর্বোচ্চ পরিশ্রম ও মেধা দিয়ে কুমিল্লার ক্রিকেটর সম্মান বাড়াতে চেষ্টা করবো।