ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
শাহীন আলম
Published : Monday, 8 March, 2021 at 8:33 PM
দেবিদ্বারে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা “করোনা কালে নারী নেতৃত্ব- গড়বে নতুন সমতার বিশ্ব” এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয় অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার শাখার যৌথ আয়োজনে এ নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিব হাসান। মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিনের  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, সিনিয়র মৎস্য উপজেলা কর্মকর্তা  মো. নাসির আহাম্মেদ ভুইয়া, উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হাকিম লিটন, ভারপ্রাপ্ত কৃষি  কর্মকর্তা  মো. সাইদুজ্জামান।
এসময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানার অর্থায়নে এক বীরঙ্গনা মুক্তিযোদ্ধা মহিলাকে একটি ফ্যান বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। তাই এদেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। “নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম অংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। উল্লেখ্য,  নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। জাতিসংঘ ৮ মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে।  নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করছে।