ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নায়িকা হয়ে বড়পর্দায় ফিরছেন দীঘি
Published : Monday, 8 March, 2021 at 8:42 PM
নায়িকা হয়ে বড়পর্দায় ফিরছেন দীঘিনায়িকা হয়ে বড়পর্দায় ফিরছেন দীঘিপরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে ‘নায়িকা’ প্রার্থনা ফারদিন দীঘির; ছবিটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ১২ মার্চ।
পরিচালক ঝন্টু জানান, ছবিটি ১২ মার্চ মুক্তি পাচ্ছে। বিষয়টি চূড়ান্তের পর প্রচারণাও শুরু করেছেন তিনি।

সিমি ইসলাম কলির প্রযোজনায় এ ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, প্রার্থনা ফারদিন দীঘি, শবনম পারভীন।

কাজী হায়াতের ‘কাবুলীওয়ালা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে বড়পর্দায় অভিষেক হয় দীঘির। ৩০টিরও বেশি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করেন তিনি; কাজের স্বীকৃতি হিসেবে তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবরের ‘ছোট্ট সংসার’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এরপর আর কোনও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। আট বছর পর ফিরছেন নায়িকা হয়ে।

অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি।

বিজ্ঞাপনে তার মুখে ‘বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।

২০১১ সালে মা দোয়েলের মৃত্যুর পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়েছিলেন দীঘি।