যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ইসরাইলকে বয়কটের ডাক দিয়েছেন মার্কিন জনগণ।
জর্জিয়া অঙ্গরাজ্যেও ইসরাইলকে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা ইসরাইলকে অবৈধ ও দখলদার দেশ হিসেবে উল্লেখ করে তেলআবিবকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করার আহ্বান জানান। খবর আরব নিউজের।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে কথা বলা তাদের নাগরিক অধিকার।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের আইন শাখার পরিচালক মুর্তজা খাজা এই ইসরাইলবিরোধী নাগরিক আন্দোলনের ডাক দিয়েছেন।
একইভাবে গত মাসে আরকানসাস অঙ্গরাজ্যেও ইসরাইলের মানবতাবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন হয়েছে।